Kolkata Metro | রবিতে রাজ্য পুলিশ নিয়োগ পরীক্ষা, বাড়তি মেট্রো পরিষেবার ঘোষণা কতৃপক্ষের

পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে সকাল থেকে বাড়তি মেট্রো পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
আগামী রবিবার রাজ্য পুলিশ নিয়োগের পরীক্ষা। শুক্রবার মেট্রো কতৃপক্ষ ঘোষণা করেছে ওইদিন ব্লু ও গ্রিন লাইনে ৮টি অতিরিক্ত মেট্রো চলবে। রবিবার অর্থাৎ ১২ অক্টোবর নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো সকাল ৭টা ৪ মিনিটে ছাড়বে। সকাল ৭টা ২০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে প্রথম মেট্রো ছাড়বে। গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। সেক্টর ফাইভ থেকে হাওড়া প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ২ মিনিটে।