শহর কলকাতা

Kolkata Metro | কলকাতা মেট্রোর বিমানবন্দর থেকে নিউ ব্যারাকপুর রুটে কাজ শুরু করলো মেট্রো কর্তৃপক্ষ!

Kolkata Metro | কলকাতা মেট্রোর বিমানবন্দর থেকে নিউ ব্যারাকপুর রুটে কাজ শুরু করলো মেট্রো কর্তৃপক্ষ!
Key Highlights

কলকাতা মেট্রোর নোয়াপাড়া থেকে বারাসত অংশের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এবার বিমানবন্দর থেকে নিউ ব্যারাকপুর অংশ হাত দিল মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রোর আধিকারিকরা জানিয়েছেন, ইয়েলো লাইনের নির্মাণ তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ফেজ় ওয়ানে রয়েছে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত অংশ, ফেজ ২ তে রয়েছে বিমানবন্দর থেকে নিউ ব্যারাকপুর অংশ এবং ফেজ় ৩ তে নিউ ব্যারাকপুর থেকে বারাসত। ইতিমধ্যেই ফেজ ওয়ানের কাজ শেষ হয়েছে। এ বার ফেজ টু’তে হাত দিলেন মেট্রো কর্তৃপক্ষ। বিমানবন্দর থেকে বিরাটি পর্যন্ত ১.৭ কিলোমিটার দীর্ঘ পথে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচলের জন্য জোড়া সুড়ঙ্গ করবে আইটিডি সিমেন্টেশন। বিরাটি ও পরের স্টেশন মাইকেলনগরে সাবওয়েও তৈরি করবে তাঁরা।