সোমবার সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, এখনই লকডাউন-নাইট কার্ফু জারি করা হবে না

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

লকডাউন করলেই কি সব বদলে যাবে? লোকের অসুবিধা হবে না! নাইট কার্ফু করে কিছু হবে না। নাইট কার্ফু কোনও সমাধান নয়।' সাংবাদিক বৈঠকে বঙ্গবাসীকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আতঙ্কের কোনও কারণ নেই। টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে।' মুখ্যমন্ত্রী বলেন, '২০০ সেফ হোমে ১১ হাজার বেড রয়েছে। আরও সাড়ে ৪ হাজার বেড বাড়ানো হবে। ৪০০ অ্যাম্বুল্যান্স রয়েছে। রাজ্য সরকার সবরকম পদক্ষেপ করছে।' রাজ্যে পর্যাপ্ত ভ্যাকসিন নেই বলেও জানান তিনি। উল্লেখ্য, গতকালই ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। ওয়ার্ক ফর্ম হোমে জোড় দেওয়া হয়েছে। স্কুলগুলিতে ছুটি দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File