KKR । অবশেষে প্রায় দু' মাস পর আইপিএল ২০২৪ জয়ের সেলিব্রেশন করবে নাইটবাহিনী! ইডেনে থাকতে পারেন শাহরুখ-গম্ভীর!
Wednesday, July 10 2024, 9:29 am

কলকাতা নাইট রাইডার্স ২৩ জুলাই ইডেন গার্ডেন্সে তাদের ২০২৪ সালের আইপিএল বিজয় উদযাপন অনুষ্ঠানের আয়োজন করবে।
প্রায় দু' মাস বাদে সেলিব্রেশন প্ল্যান করল KKR। কলকাতা নাইট রাইডার্স ২৩ জুলাই ইডেন গার্ডেন্সে তাদের ২০২৪ সালের আইপিএল বিজয় উদযাপন অনুষ্ঠানের আয়োজন করবে। অনুষ্ঠানে যোগ দিতে পারেন শাহরুখ খান এবং গৌতম গম্ভীর। উল্লেখ্য, বিশ্বকাপে ভারতের রিজার্ভ দলে থাকা রিঙ্কু সিং-কে আমেরিকায় উড়ে যেতে হয়েছিল । বিদেশি ক্রিকেটারদের মধ্যে মিচেল স্টার্ক, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলদের তড়িঘড়ি ফিরতে হয়েছিল জাতীয় দলের দায়িত্ব পালন করার জন্য। যার ফলে বাতিল হয়েছিল সেলিব্রেশন অধ্যায়।
- Related topics -
- শহর কলকাতা
- খেলাধুলা
- ক্রিকেট
- আইপিএল
- আইপিএল ২০২৪
- কেকেআর
- কলকাতা নাইট রাইডার্স
- ইডেন গার্ডেন
- শাহরুখ খান
- গৌতম গম্ভীর