খেলাধুলা

IPL 2024 | কোয়ালিফায়ার ম্যাচে বৃষ্টি হলে কী হবে KKR-র? ঘুরে দাঁড়িয়ে প্লেঅফে কি স্থান পাবে RCB? জানুন প্লেঅফের দৌড়ে কোন দল কোথায়!

IPL 2024 | কোয়ালিফায়ার ম্যাচে বৃষ্টি হলে কী হবে KKR-র? ঘুরে দাঁড়িয়ে প্লেঅফে কি স্থান পাবে RCB? জানুন প্লেঅফের দৌড়ে কোন দল কোথায়!
Key Highlights

আইপিএল ২০২৪-এর প্রথম দল হিসেবে প্লেঅফে যোগ্যতা অর্জন করেছে কলকাতা নাইট রাইডার্স। এর পাশাপাশি লিগ টেবিলের শীর্ষে থাকাও নিশ্চিত হয়ে গিয়েছে কেকেআরের। এখন প্লেঅফ যোগ্যতার দৌড়ে চার দল।

চলতি আইপিএল প্লে অফ দল (ipl playoff teams) হিসেবে জায়গা করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফলে এখন আইপিএল প্লেঅফ (IPL Playoffs) এ শেষ চারে কারা জায়গা করে নেবে শেষ দল হিসেবে, সঙ্গে শীর্ষ দুইয়ে কলকাতার সঙ্গী হবে কারা—সেটি দেখার। এদিকে শনিবার আইপিএলের মঞ্চে শেষবারের মতো মুখোমুখি হতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। দেখে নিন বর্তমানে আইপিএল প্লেঅফ যোগ্যতার দৃশ্যকল্প (ipl playoffs qualification scenario) কেমন, কোন দলের সামনে কেমন সমীকরণ-

রাজস্থান রয়্যালস। Rajasthan Royals :

রাজস্থান রয়্যালস রয়েছে দ্বিতীয় স্থানে। ১৩টি ম্যাচ খেলে ১৬ পয়েন্ট, নেট রান রেট রয়েছে ‍+০.২৭৩। ফলে আগামী রোববার কলকাতাকে হারাতে পারলেই দ্বিতীয় স্থানে থাকা নিশ্চিত হবে রাজস্থান রয়্যালসের। এদিকে শেষ ম্যাচে হেরেও দুই নম্বরে থাকতে পারে রাজস্থান। তবে সে জন্য হায়দরাবাদকে তাদের শেষ ম্যাচ হারতে হবে, চেন্নাইয়ের এক পয়েন্টের বেশি পাওয়া যাবে না। অন্যদিকে কলকাতার কাছে হেরে চার নম্বরেও নেমে যেতে পারে রাজস্থান। সেক্ষেত্রে অবশ্য হায়দরাবাদকে শেষ ম্যাচে অন্তত ১ পয়েন্ট পেতে হবে আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে জিততে হবে চেন্নাই সুপার কিংসকে।

সানরাইজার্স হায়দরাবাদ । Sunrisers Hyderabad :

আইপিএল প্লে অফ দল (ipl playoff teams) হিসাবে স্থান পাকা করার দৌড়ে এই দল রয়েছে তৃতীয়স্থানে।  ১৩টি ম্যাচ খেলে এই দলের ঝুলিতে রয়েছে ১৫ পয়েন্ট এবং +০.৪০৬ নেট রান রেট। তবে গতকালের ম্যাচ পরিত্যক্ত হওয়াতে শেষ চার নিশ্চিত হলেও শীর্ষ দুইয়ে থেকে লিগ শেষ করার সমীকরণ এখন আর নিজেদের হাতে নেই হায়দরাবাদের। শেষ ম্যাচে পঞ্জাবকে হারালেও তাদের পয়েন্ট হবে ১৭, অন্যদিকে কলকাতাকে হারিয়ে ১৮ পয়েন্ট হতে পারে রাজস্থানের। তবে শেষ ম্যাচে যদি হায়দরাবাদ জেতে আর ওদিকে রাজস্থান হারে, তাহলে শীর্ষ দুইয়ে থাকবে হায়দরাবাদ। এটি না হলে হায়দরাবাদের শেষ ম্যাচ পরিত্যক্ত, রাজস্থানের হার আর বেঙ্গালুরুর কাছে চেন্নাইয়ের হার।

চেন্নাই সুপার কিংস । Chennai Super Kings :

১৩টি ম্যাচ খেলে চেন্নাই সুপার কিংস রয়েছে চতুর্থ স্থানে ১৪ পয়েন্ট, ০.৫২৮ নেট রান রেট নিয়ে। আইপিএল প্লেঅফ (IPL Playoffs) এ স্থান পাকা করতে হলে চেন্নাইয়ের এক পয়েন্টই যথেষ্ট, যেহেতু তাদের শেষ ম্যাচ বেঙ্গালুরুর বিপক্ষে। তবে বেঙ্গালুরুকে হারালে শীর্ষ দুইয়ের সম্ভাবনাও থাকবে তাদের। সে ক্ষেত্রে রাজস্থানকে হারতে হবে আর হায়দরাবাদের শেষ ম্যাচে এক পয়েন্টের বেশি পাওয়া যাবে না।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । Royal Challengers Bangalore :

১৩টি ম্যাচ খেলে ১২ পয়েন্ট, +০.৩৮৭ নেট রান রেট নিয়ে পঞ্চমস্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।  টানা ৫ ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বেঙ্গালুরু। কিন্তু তাদের কাছে বর্তমান আইপিএল প্লেঅফ যোগ্যতার দৃশ্যকল্প (ipl playoffs qualification scenario) সহজ নয়। শুধু আগামীকাল চেন্নাইকে হারালেই চলবে না, নেট রান রেটের দিকেও খেয়াল রাখতে হবে। 

প্রসঙ্গত, ১৮ই মে,আগামীকাল আইপিএলের মঞ্চে শেষবারের মতো মুখোমুখি হতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। আইপিএল শুরুর আগেই রুতুরাজের কাঁধে দায়িত্ব তুলে দিয়েছিলেন মাহি, তখন বোঝা গেছিল এবার তিনি আইপিএলের মঞ্চ থেকে বিদায় নেবেন। এছাড়াও এবারের আইপিএলে অসম্ভব শারীরিক সমস্যা নিয়েই খেলছেন ধোনি। এরই মধ্যে শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলির দলের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচ সিএসকের। এই ম্যাচ ড্র হলে প্লে অফে যাবে চেন্নাই, কিন্তু একটু বড় ব্যবধানে হেরে গেলেই বিদায় হয়ে যাবে সিএসকের, সেই সঙ্গে মাহির বর্ণময় কেরিয়ারেরও ইতি ঘটবে। 

অন্যদিকে, আইপিএল ২০২৪-এর প্রথম দল হিসেবে প্লেঅফে যোগ্যতা অর্জন করেছে কলকাতা নাইট রাইডার্স। এর পাশাপাশি লিগ টেবিলের শীর্ষে থাকাও নিশ্চিত হয়ে গিয়েছে কেকেআরের। অর্থাৎ আইপিএল কোয়ালিফায়ার দল (ipl qualifier team) হিসাবে প্রথম ম্যাচ খেলবে কলকাতা।  আগামী ২১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার খেলবে কেকেআর। তবে কেকেআরের প্রথম কোয়ালিফায়ারে যদি বৃষ্টির কারণে খেলা ভেস্তে যায় তাহলে ফাইনালে যাবে কোন দল। কারণ কোয়ালিফায়ারে রিজার্ভ ডে নেই। এক্ষেত্রে আইপিএলের নিয়ম অনুযায়ী, যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে যে দল লিগ টেবিলে শীর্ষে থাকবে, তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। আর দ্বিতীয় স্থানে থাকা দলটাকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। ফলে কেকেআর কোয়ালিফায়ার ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায় তাহলে লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ফাইনালে পৌছে যাবে নাইটরা। 


AR Rahman | সঙ্গীতশিল্পী এ আর রহমানের বিবাহ বিচ্ছেদ! দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতির ঘোষণা করলেন সায়রা বানু
Uma Dasgupta | প্রয়াত ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’! অভিনেত্রী উমা দাশগুপ্তের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ
Alipurduar | গোপনাঙ্গ কেটে ঢুকিয়ে দেওয়া হয় মুখে! আলিপুরদুয়ারে উদ্ধার শিক্ষকের দেহ
India vs South Africa T20 । সঞ্জু তিলক ঝড়ে কার্যত উড়ে গেলো প্রোটিয়া শিবির, টি২০ সিরিজের ৪র্থ ম্যাচে রানের বর্ষা দুই তরুণ তুর্কির
India’s First Hydrogen Train | এবার জল দিয়েই চলবে ট্রেন! ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন চলবে ডিসেম্বরেই
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download