Iran threatens America | ‘এর শেষ দেখে ছাড়ব।’- মার্কিনি বিমান হামলার পর হুঙ্কার ইরানের!
Sunday, June 22 2025, 5:00 am
Key Highlightsআশঙ্কা সত্যি করে ইরান-ইজরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ল আমেরিকা। তেহরানের তিন পারমাণবিক গবেষণাকেন্দ্রে বোমা ছুঁড়েছে তারা। এর প্রত্যুত্তর হবে ভয়ংকর, সাফ জানালেন ইরানের প্রেসিডেন্ট।
ইরান ইজরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়লো আমেরিকা। সূত্রের খবর, ইরানের তিনটি নিউক্লিয়ার কেন্দ্রে বোমাবর্ষণ করে ধূলিসাৎ করেছে আমেরিকা। হামলার পর আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে ইরান সুপ্রিমো, ‘এর শেষ দেখে ছাড়ব।’ ইরানের নেতা হোসেইন শরিয়তমাদারি তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "এখন আমাদের বিলম্ব না করে পদক্ষেপ নেওয়ার পালা। প্রথম পদক্ষেপ হিসেবে, আমাদের বাহরাইনে মার্কিন নৌবহরের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাতে হবে এবং একইসঙ্গে আমেরিকান, ব্রিটিশ, জার্মান এবং ফরাসি জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিতে হবে।’
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- ইজরায়েল
- ইজরায়েল
- পরমাণু অস্ত্র
- বিমান হামলা
- হামলা
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প
- রকেট হামলা

