মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ! অভিযুক্ত অধ্যাপককে পদ থেকে সরাল যাদবপুর বিশ্ববিদ্যালয়
Wednesday, September 1 2021, 11:29 am
Key Highlightsসম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে এক গবেষক ছাত্রী বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। তাঁর অভিযোগ, তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করা হয়েছে। তিনি যাদবপুর থানায় লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও গোটা ঘটনা জানিয়েছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অধ্যাপককে তাঁর পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু সাংবাদিকদের জানিয়েছেন, যতদিন তদন্ত চলছে, ততদিন ওই পদে ফিরতে পারবেন না ঐ অধ্যাপক। দোষ প্রমাণিত হলে নিশ্চয়ই পরবর্তীতে উপযুক্ত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ।