Kolkata | দেশের নিরাপদতম শহর কল্লোলিনী তিলোত্তমা! টানা চারবার খেতাব জয় কলকাতার

Saturday, October 4 2025, 11:54 am
highlightKey Highlights

এনসিআরবি-র ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, ফের দেশের নিরাপদতম শহর তিলোত্তমা।


দেশের মোট ১৯টি শহরকে নিয়ে করা NCRB ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, দেশের নিরাপদতম শহরের তালিকায় শীর্ষস্থানে কলকাতা। রিপোর্ট অনুযায়ী, অপরাধ প্রবণতা সবচেয়ে বেশি কোচিতে। সেখানে প্রতি লক্ষ মানুষের মধ্যে ৩,১৯২.৪ অপরাধ হয়েছে। দিল্লিতে সংখ্যাটি ২,১০৫.৩। সুরাটে ১,৩৭৭.১। মুম্বইতে ৩৫৫.৪। কলকাতায় প্রতি লক্ষ জনবসতিতে অপরাধ হয়েছে ৮৩.৯। ২০২২ সালে তিলোত্তমায় অপরাধের সংখ্যা ছিল ৮৬.৫। সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৩.৯। এই নিয়ে টানা চারবার নিরাপদতম শহরের তালিকায় কলকাতায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File