প্রস্তুতি শুরু কলকাতা, হাওড়া,বিধাননগরের তৃণমূল কাউন্সিলরদের, তবে কি বছর শেষে পুরভোট!

Wednesday, October 20 2021, 1:58 am
প্রস্তুতি শুরু কলকাতা, হাওড়া,বিধাননগরের তৃণমূল কাউন্সিলরদের, তবে কি বছর শেষে পুরভোট!
highlightKey Highlights

২০২০ সালে এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন কলকাতা পুরসভা-সহ রাজ্যের ১১৭টি পুরসভার ভোটের প্রস্তুতি শুরু করেছিল। কিন্তু করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ের জেরে তা স্থগিত হয়ে যায়। বর্তমান পরিস্থিতিতে ১ মাসের ব্যবধানে নির্বাচন কমিশন রাজ্যে জোড়া উপনির্বাচন করার সাহস দেখিয়েছেন। তাই ধরেই নেওয়া যায়, পুজোর মরসুম কাটলেই অর্থাৎ আগামী ডিসেম্বরেই পুরভোট হবে। তাই উৎসবের মরসুমকে কাজে লাগিয়ে জনসংযোগ বাড়ানোর দিকে মন দিচ্ছেন কাউন্সিলাররা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File