Newtown Hospital | কলকাতায় ১১০০ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাস! মিলবে ক্যানসার থেকে হার্ট চিকিৎসার পরিষেবা!


শহর কলকাতা পেলো ১ হাজার ১০০ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতাল।
শহর কলকাতা পেলো ১ হাজার ১০০ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতাল। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সময় নারায়ণা গ্রুপ এই হাসপাতাল তৈরি করবে বলে জানিয়েছিল। এরপর মাত্র ১৩ থেকে ১৪ দিনের মধ্যেই নিউটাউন কনভেনশন সেন্টারের বিপরীতে হাসপাতালে শিলান্যাস হল। বৃহস্পতিবার ওই হাসপাতালটির শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা। জানা গিয়েছে, ক্যানসারের চিকিৎসা থেকে শুরু করে ওই হাসপাতালে হার্ট অপারেশনের বন্দোবস্ত, অঙ্গ প্রতিস্থাপনের বন্দোবস্তও থাকবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০ হাজার কর্মসংস্থান হবে হাসপাতালে।