Gold Rate Today | ফের দর বাড়ালো সোনা-রুপো, সামনেই বিয়ের মরসুম, মাথায় হাত মধ্যবিত্তের
Tuesday, March 4 2025, 3:50 am

মাসের শুরুতেই চড়ছে হলুদ ধাতুর দাম। আজ কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৫,৩২০ টাকা।
নতুন মাসের প্রথম সপ্তাহেই বাড়ছে হলুদ ধাতুর দাম। আজ ৪ঠা মার্চ, মঙ্গলবার কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭,৮১৫.৩০ টাকা এবং ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭৮,১৫৩ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম আজকে ৮,৫৩২ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৫,৩২০ টাকা। আজ কলকাতায় কেজি প্রতি রুপোর বাটের দাম ৯৪০৫০ টাকা, খুচরো রুপো ৯৪১৫০ টাকা/কেজি। সামনেই বিয়ের মরসুম। কপালে হাত মধ্যবিত্তদের।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- সোনার দর
- সোনা
- স্বর্ণকার
- মূল্যবৃদ্ধি
- মূল্যহ্রাস