Gold Rate Today | সামনেই বিয়ের মরশুম, তাঁর আগেই দর বাড়াচ্ছে সোনা-রুপো

Monday, March 3 2025, 3:46 am
highlightKey Highlights

মাসের শুরুতেই চড়ছে হলুদ ধাতুর দাম। আজ কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৫,০৫৬টাকা।


নতুন মাসের শুরুতেই চড়চড় করে বাড়ছে হলুদ ধাতুর দাম। আজ ৩রা মার্চ, সোমবার কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭,৭৯১.১০ টাকা এবং ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭৭,৯১১ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম আজকে ৮,৫০৫.৬০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৫,০৫৬ টাকা। ১৮ ক্যারেটের দাম বেড়ে ৬২৫৫ টাকা হয়েছে৷ আজ কলকাতায় কেজি প্রতি রুপোর বাটের দাম ৯৩৭৫০ টাকা, খুচরো রুপো ৯৩৮৫০ টাকা/কেজি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File