Kolkata Fire | নিউটাউনে অভিজাত হোটেলের পাশে লাগলো আগুন, কালো ধোঁয়ায় ঢাকলো এলাকা
Wednesday, November 19 2025, 1:47 pm
Key Highlightsস্থানীয় বাসিন্দাদের সূত্রের খবর, দুপুরে হঠাৎ আগুন লাগে ওই এলাকায়।
বুধবার নিউটাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এদিন দুপুরবেলা উত্তর ২৪ পরগনার নিউটাউনে একটি অভিজাত হোটেলের পাশে আগুন লাগে। মুহূর্তে কালো ধোঁয়ায় ধেয়ে যায় এলাকা। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, দুপুরে ওই জায়গায় লোহা কাটার কাজ চলছিল। প্রাথমিক অনুমান, সেখান থেকেই স্ফুলিঙ্গ ছড়িয়ে আগুন লেগে যায় পাশের ঝোপজঙ্গল ও শুকনো গাছপালায়। জায়গাটায় প্রচুর থার্মোকলজাত দ্রব্য এবং আরও নানারকমের দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুনের তীব্রতা কয়েকগুণ বেড়ে যায়। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
- Related topics -
- শহর কলকাতা
- নিউটাউন
- অগ্নিকান্ড
- অগ্নি নির্বাপন ব্যবস্থা

