খাস কলকাতায় শ্যুটআউট, পুলিশ এবং দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে মৃত্যু হল ২ জনের

Thursday, December 21 2023, 2:26 pm
খাস কলকাতায় শ্যুটআউট, পুলিশ এবং দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে মৃত্যু হল ২ জনের
highlightKey Highlights

কলকাতার নিউটাউনের শাপুরজি এলাকায় এনকাউন্টার। জানা যাচ্ছে কলকাতা পুলিশের STF টিমকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে একদল দুষ্কৃতী। তারপরই নিজেদের প্রাণ বাঁচাতে এনকাউন্টার করে পুলিশ বাহিনী। পাল্টা এনকাউন্টারে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই দুষ্কৃতীর। মৃত্যু হয়েছে পঞ্জাবের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার জয়পাল ভুল্লার ওরফে জসপিৎ এবং আরও এক দুষ্কৃতীর। এই গুলির লড়াইয়ে আহত হয়েছে STF OC কার্তিকমোহন ঘোষ। তাঁকে ভর্তি করা হয়েছে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File