Kolkata Derby | শনিতে শিল্ড ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান, ইলিশ-চিংড়ির লড়াই দেখতে উদগ্রীব দর্শক

Friday, October 17 2025, 4:49 pm
highlightKey Highlights

শনির ডার্বিতে প্রাক্তন ছাত্র রবসনই মাথাব্যথা ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর। রবসনের দৌড় থামাতে ছক সাজাচ্ছেন স্প্যানিশ কোচ।


শনিবার চলতি মরসুমের তৃতীয় ডার্বি IFA শিল্ড ফাইনালে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। যদিও ইরানে খেলতে না যাওয়া নিয়ে অস্বস্তিতে সবুজ মেরুন শিবির। ফাইনালে ডার্বি অভিষেক হচ্ছে ব্রাজিলিয়ান সুপারস্টার রবসন রোবিনহোর। অভিষেক হবে জাপানি ফরোয়ার্ড হিরোশি ইবুসুকির। প্রাক্তন ছাত্র রবসনই মাথাব্যথা ইস্টবেঙ্গল কোচের। উল্লেখ্য, এখনও অবধি ২৯ বার শিল্ড জিতেছে ইস্টবেঙ্গল। মোহনবাগান জিতেছে ২০ বার। দুই স্প্যানিশ কোচ ব্রুজো এবং মোলিনার মগজাস্ত্রের লড়াই দেখতে উৎসুক দর্শক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File