১৭২ যাত্রী নিয়ে ভোপালে জরুরি অবতরণ কলকাতাগামী বিমান, ছিল যান্ত্রিক ত্রুটি
Sunday, January 17 2021, 4:38 pm
Key Highlightsমাঝআকাশে আচমকা যান্ত্রিক ত্রুটি, তার জেরে গন্তব্যে পৌঁছনোর আগেই ভোপালে জরুরি অবতরণ করতে বাধ্য হল সুরাত থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি যাত্রীবাহি বিমান। ভোপাল বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ইন্ডিগোর ওই বিমানটি সুরাত থেকে ১৭২ জন যাত্রীকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু ওড়ার কিছু ক্ষণের মধ্যে আচমকাই যান্ত্রিক গন্ডগোল দেখা দেয়। যোগাযোগ করা হয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোল-র সঙ্গে। শেষপর্যন্ত এটিসি-র নির্দেশে মাঝপথ থেকে ফিরে এসে ভোপাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে ওই যাত্রীবাহি বিমানটি। হাঁফ ছেড়ে বাঁচেন উদ্বিগ্ন যাত্রীরাও।