Kolkata Air Pollution | দূষণে রাজধানীকে টক্কর কলকাতার! ময়দান এলাকায় "অতি খারাপ" বায়ুর মান

কলকাতার ফুসফুস হিসেবে পরিচিত ময়দান এলাকায় বায়ুর এই গুণমান সূচক নিয়ে উদ্বেগ বেড়েছে।
শীত পড়তেই গোটা ডগের মেট্রো শহরগুলিতে চিন্তা বাড়াচ্ছে বায়ুর গুণমান। দূষণের জেরে রাজধানী দিল্লিতে কার্যত স্তব্ধ হয়েছে জনজীবন। এবার সেই তালিকায় নাম উঠলো কলকাতারও। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ময়দান এলাকাকে বলা হয় কলকাতার ‘ফুসফুস’। আর এই এলাকার বায়ুর মানই চিন্তা বাড়াচ্ছে পরিবেশবিদদের। গতকাল রাত আটটা নাগাদ দিল্লির একিউআই ছিল ২৯৯। ওই সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশে AQI ছিল ৩৪২। বায়ুর এই দূষণের জন্য কেন্দ্র ও রাজ্যের অব্যবস্থাকে দুষলেন পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্রমোহন ঘোষ।
