Noboborsho | পয়লা বৈশাখে হালখাতা কেন করা হয় জানেন? কীভাবে শুরু হলো এই রীতি?

মুঘল সম্রাট আকবরের সময় চৈত্রের শেষ দিনে খাজনা আদায়ের রীতি ছিল।খাজনা থেকে অন্যান্য বকেয়া মিটিয়ে দেওয়ার রেওয়াজও পালিত হতো ওই দিন।
পয়লা বৈশাখের দিন হালখাতা করার রীতি রয়েছে। কিন্তু এই রীতি কীভাবে এলো জানেন? হালখাতা শব্দের মধ্যে 'হাল' কথাটির অর্থ হল নতুন। মুঘল সম্রাট আকবরের সময় চৈত্রের শেষ দিনে খাজনা আদায়ের রীতি ছিল।খাজনা থেকে অন্যান্য বকেয়া মিটিয়ে দেওয়ার রেওয়াজও পালিত হতো ওই দিন। আর সংক্রান্তির পর দিন নতুন করে শুরু হত হিসেব রাখা। এই নতুন হিসেব রাখার জন্যই পবিত্র লাল শালুতে মোড়া নতুন খাতার প্রচলন হয়। বৈশাখের প্রথম দিনে এই খাতার পুজো করে স্বস্তিক চিহ্ন এঁকে শুরু হয় হিসেব রাখার প্রক্রিয়া। সেখান থেকেই শুরু হালখাতা করানোর রীতি।
- Related topics -
- অন্যান্য
- পুজো ও উৎসব
- নববর্ষ
- পয়লা বৈশাখ
- হালখাতা