Madhyamik Result 2025 | মাধ্যমিকে পাশের হারে সবার ওপরে পূর্ব মেদিনীপুর, কিন্তু ফেলের হারে এগিয়ে কোন জেলা?

Friday, May 2 2025, 9:09 am
highlightKey Highlights

ফেলের হারে সবার উপরে রয়েছে জলপাইগুড়ি। এই জেলায় ৩০.৫৩ শতাংশ পরীক্ষার্থী ফেল করেছে।


মাধ্যমিক ২০২৫এ পাশের হারে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর। ৯৬.৪ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে ওই জেলায়। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং (৯৬.৯০ শতাংশ)। কলকাতা পাশের হারে তৃতীয় (৯২.৩০ শতাংশ)। কিন্তু ফেল করার নিরিখে কোন জেলা এগিয়ে? পরিসংখ্যান বলছে, ফেলের হারে সবার উপরে রয়েছে জলপাইগুড়ি। এই জেলায় ৩০.৫৩ শতাংশ পরীক্ষার্থী ফেল করেছে। এরপর যথাক্রমে রয়েছে, উত্তর দিনাজপুর (ফেলে হার ২৮.৯৭ শতাংশ), আলিপুরদুয়ার (ফেলের হার ২৭.২৯ শতাংশ), পশ্চিম বর্ধমান (ফেলের হার ২৬.১৩ শতাংশ), বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File