Durga Puja 2026 | মায়ের জন্য আরও এক বছরের অপেক্ষা, জানুন আগামী বছর কবে থেকে শুরু দুর্গোৎসব?
Thursday, October 2 2025, 6:57 am

যেন চোখের পলকে শেষ হয়ে গেলো এই বছরের দুর্গাপুজো। আজ পালন হচ্ছে বিজয়া দশমী।
যেন চোখের পলকে শেষ হয়ে গেলো এই বছরের দুর্গাপুজো। আজ পালন হচ্ছে বিজয়া দশমী। অর্থাৎ মায়ের আগমনের জন্য আবার এক বছরের অপেক্ষা। কিন্তু ২০২৬ সালের দুর্গাপুজো কবে শুরু হবে জানেন? পঞ্জিকা অনুযায়ী ২০২৬ এ মহালয়া পড়েছে ১০ অক্টোবর। মহাষষ্ঠী পড়েছে ১৭ অক্টোবর, মহাসপ্তমী পড়েছে ১৮ অক্টোবর, মহাষ্টমী পড়েছে ১৯ অক্টোবর, মহানবমী পড়েছে ২০ অক্টোবর, বিজয়া দশমী পড়েছে ২১ অক্টোবর। আগামী বছর মহাসপ্তমী সোমবার পড়ায় ২০২৬ এ দেবীর আগমন হবে গজ বা হাতিতে এবং বিজয়া দশমী বুধবার পড়ায় দেবীর গমন হবে নৌকায়।
- Related topics -
- অন্যান্য
- পুজো ও উৎসব
- দুর্গাপুজো
- দূর্গা পুজো ২০২৫