Covid-19 | দেশে ফের করোনার ভ্রূকুটি, বুঝবেন কীভাবে? মানবেন কোন কোন নিয়ম?

Saturday, May 24 2025, 3:24 pm
highlightKey Highlights

ফের অশনি সংকেত। আবারও দেশজুড়ে বাড়ছে কোভিড। নতুন ভ্যারিয়্যান্টের ফলে বাড়ছে সংক্রমণ।


রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস এবং JN.1 এর সাবভ্যারিয়েন্ট LF.7 এবং NB.1.8এর দাপটের কারণেই ফের বাড়ছে সংক্রমণ। সংক্রমণের উপসর্গগুলি হলো : জ্বর, সর্দি, গলা জ্বালা, মাথা যন্ত্রণা, অতিরিক্ত ক্লান্তি, গাঁটে গাঁটে ব্যথা, পেশিতে ব্যথা, গ্যাস, অম্বলের সমস্যা। সংক্রমণ এড়াতে যেসব নিয়ম মানতে বলেছেন চিকিৎসকেরা তা হলো: জনবহুল এলাকায় মাস্ক পরা, বাইরে থেকে ফিরে হাত পা ধোয়া এবং পোশাক বদল। এছাড়াও খাওয়াদাওয়ার আগে স্যানিটাইজার ব্যবহারের নির্দেশ দিচ্ছেন চিকিৎসকেরা। প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে বলা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File