লাইফস্টাইল

স্বামী বিবেকানন্দের ১০টি অমোঘ বাণী, যা জীবনে সঠিক পথে চলার শক্তি জোগায়

স্বামী বিবেকানন্দের ১০টি অমোঘ বাণী, যা জীবনে সঠিক পথে চলার শক্তি জোগায়
Key Highlights

স্বামী বিবেকানন্দ ছিলেন একজন মহান দার্শনিক, আধ্যাত্মিক ও সামাজিক নেতা। তিনি আজও কোটি কোটি যুবকদের অনুপ্রেরণা। আসুন জেনে নিই তাঁর কিছু অনুপ্রেরণামূলক চিন্তাধারা যা জীবনে চলার পথে শক্তি জোগায়।

চিরাচরিত বাণী বা উক্তি একজন ব্যক্তির সামাজিক ও মানবিক মূল্যবোধ গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে । বাণী চিরন্তণী মানুষকে বাস্তবতার শিক্ষা দেয়। মানুষের মনকে জাগ্রত করে, সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। স্বামী বিবেকানন্দ হলেন এমনি একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। অসাধারণ প্রতিভাসম্পন্ন এই সন্ন্যাসী ভারতের যুবসমাজকে অন্যভাবে ভাবতে শিখিয়েছে। 

স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক কিছু চিন্তাধারা

১. আপনি যে সময়ই সংকল্প করেন, সেই সময়েই কাজটি সম্পূর্ণ করুন, অন্যথায় মানুষ আপনাকে বিশ্বাস করবে না।

সারমর্ম ~ নিজ সংকল্পে অচল থাকুন ও আপনার কৃত সংকল্পের মর্যাদা রাখুন

২. জীবনে অনেক সম্পর্ক থাকা জরুরি নয়, তবে যে সম্পর্কে আছে তাতে প্রাণ থাকা দরকার।

সারমর্ম ~ প্রকৃত সম্পর্ককে কখনো প্রাণহীন হতে দেবেন না ।

৩. দিনে একবার নিজের সঙ্গে কথা বলো, অন্যথায় আপনি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ হারাবেন।

সারমর্ম ~ আত্মমূল্যায়ন বা স্বমূল্যায়ন করা অত্যন্ত জরুরি

৪. হৃদয় ও মাথার দ্বন্দ্বে সর্বদা আপনার হৃদয়ের কথা শোনো

সারমর্ম ~ যেকোনো ক্ষেত্রে হৃদয়কে অগ্রাধিকার দিতে হবে

৫. নিজেকে কখনই দুর্বল ভেবো না, কারণ এটাই সবচেয়ে বড় পাপ।

সারমর্ম ~ নিজেকে দুর্বল না ভাবা অর্থাৎ দুর্বলতাকে অতিক্রম করাই হল সাফল্যের প্রথম সোপান।

৬. ওঠো, জাগো এবং যত ক্ষণ লক্ষ্য অর্জন না হয় তত ক্ষণ পর্যন্ত থেমো না।

সারমর্ম ~ নিজের উদ্দেশ্য প্রাপ্তি না হওয়া পর্যন্ত কাজ করে যেতে হবে ।

৭. সংগ্রাম যত বড় হবে, বিজয়ও তত গৌরবময় হবে।

সারমর্ম ~ কঠিন সংগ্রামের পর যে বিজয় আসে তা সবচেয়ে আনন্দময় হয়ে থাকে ।

৮. মানুষ তোমার প্রশংসা করুক বা সমালোচনা করুক, লক্ষ্য তোমার প্রতি সদয় হোক বা না হোক, তুমি আজ মৃত্যুবরণ করো বা কয়েক যুগ পর, কখনই ন্যায়ের পথ থেকে সরে যেও না।

সারমর্ম ~ যেরকম পরিস্থিতিই আসুক না কেন ন্যায়ের পথ থেকে সরে যাওয়া কখনোই উচিত নয় ।

৯. কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয় নি।

১০. যত দিন বাঁচবে তত দিন শিখবে। অভিজ্ঞতাই হল বিশ্বের সেরা শিক্ষক।

সারমর্ম ~ শেখার কোনো বয়স নেই ; জীবন থেকে লাভ করা অভিজ্ঞতাই হল একজন ব্যক্তির সেরা শিক্ষক ।

আশা করি স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক বাণী গুলোর মধ্যে যেগুলি জানানো হল তা পড়ে আপনি অনুপ্রাণিত হয়েছেন।


Delhi High Court | "দাদু-ঠাকুমার সম্পত্তির ভাগ চাইতে পারবেন না নাতি-নাতনিরা" - রায় দিল্লি হাইকোর্টের
Rameshbabu Vaishali | গ্র্যান্ড সুইস চেসে দ্বিতীয়বার জিতলেন রমেশবাবু বৈশালী, ফের দাবায় বাজিমাত ভারতীয়দের
Kolkata Metro | কবি সুভাষের পর এবার শহীদ ক্ষুদিরাম! পুজোর মুখে টালিগঞ্জ থেকেই ফিরে যাবে ৩২টি ট্রেন
Modem Balkrishna | ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত মাও নেতা মোদেম বালকৃষ্ণ, মাথার দাম ছিল ১ কোটি টাকা!
West Bengal Weather | বর্ষার 'এক্সট্রা টাইম'! আগামী কয়েকদিন বর্ষণে ভিজবে গোটা বঙ্গ! গোটা দিন ধরেই বৃষ্টির পূর্বাভাস!
Sir Mokshagundam Visvesvaraya | ভারতের সিভিল ইঞ্জিনিয়ারিং-র 'জনক' স্যার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরায়! তাঁর জন্মবার্ষিকীতে এদিন পালন হয় ‘ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে'!
'অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Biography of Sarat Chandra Chattopadhyay