KKR vs RCB | ইডেনে কেকেআর বনাম আরসিবি মহাদ্বৈরথ, ইতিমধ্যেই ৩ উইকেট খুইয়েছে কেকেআর

সেঞ্চুরি পার্টনারশিপের পর আউট হয়েছেন সুনীল নারিন। প্যাভিলিয়নে ফিরেছেন ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে এবং ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ারও।
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর ইডেনে শুরু হয়েছে ১৮তম আইপিএলের প্রথম ম্যাচ। টস জিতে শুরুতে নাইটদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদার। ইতিমধ্যেই ১৮ ইনিংস খেলে ২৫ বলে হাফসেঞ্চুরি করেছেন কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। সেঞ্চুরি পার্টনারশিপের পর আউট হয়েছেন সুনীল নারিন। প্যাভিলিয়নে ফিরেছেন ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে এবং ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ারও। ক্রিজে টিকে রয়েছেন তরুণ ব্যাটার অংক্রিশ রঘুবংশী।