KKR vs RCB | আজ ইডেনে কেকেআর বনাম আরসিবি মহাদ্বৈরথ, জেনে নিন দু-দলের সম্ভাব্য একাদশ

Saturday, March 22 2025, 3:36 am
highlightKey Highlights

আজ কলকাতার বুকে হাড্ডাহাড্ডি লড়াই। একনজরে কেকেআর বনাম আরসিবির সম্ভাব্য একাদশ।


আজ কলকাতার বুকে হাড্ডাহাড্ডি লড়াই। কেকেআরের সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি’কক, সুনীল নারিন, অংক্রিশ রঘুবংশী/বৈভব অরোরা (ইমপ্যাক্ট প্লেয়ার), অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনরিখ নর্টজে/স্পেন্সর জনসন।

আরসিবির সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন, ক্রুনাল পান্ডিয়া, জীতেশ শর্মা, টিম ডেভিড, রশিক সালাম দার/মনোজ ভান্ডাগে, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল,  সূয়াশ শর্মা(ইমপ্যাক্ট প্লেয়ার)। ব্যাটিং বিপর্যয় হলে নামতে পারেন স্বপ্নিল সিং।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File