রাজ্যজলপাইগুড়ি প্রতিবিম্বর মানবিক উদ্যোগ, চা-বাগানের শ্রমিকদের জন্য কম্বল বিতরণ।
শহর কলকাতাতে উত্তরের হাওয়ার টের পাওয়া যাচ্ছে শীতের আগমন। আর উত্তরবঙ্গের ঠান্ডার কথা তো বলাই বাহুল্য। কিন্তু এই অবস্থায় একটু কম্বলের সংস্থানও নেই চা শ্রমিকদের। জলপাইগুড়ি প্রতিবিম্ব তাই তাঁদের সামর্থ্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে পাশে এসে দাঁড়িয়েছে চা শ্রমিকদের। প্রথমেই প্রতিবম্বের সদস্যরা ছুটে গিয়েছিলেন জলপাইগুড়ি শহর সংলগ্ন চা বাগানগুলিতে। স্থানীয় আইসিডিএস কর্মীদের সঙ্গে তাঁরা পৌঁছে গিয়েছিলেন সেখানে। সঙ্গে ছিল অন্তঃসত্ত্বা মহিলা এবং শিশুদের জন্য কিছু খাবার দুধ, ছাতু ইত্যাদি। সামনেই আছে শিশুদিবস, বড়দিন আবারও সেইসব অবহেলিত শিশুদের কাছে ছুটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। এই শীতে তাঁদের নতুন উদ্যোগ চা-বাগানের শ্রমিকদের হাতে কম্বল তুলে দেওয়া।