Kimberly Cheatle । ট্রাম্পের ওপর হামলার জেরে চাপে কিম্বারলি চিয়েটল! সিক্রেট সার্ভিস প্রধানের পদত্যাগ চান ডেমোক্র্যাটরাও
Tuesday, July 23 2024, 8:36 am
Key Highlightsডোনাল্ড ট্রাম্পের ওপরে হামলার কারণে মার্কিন কংগ্রেসের ওভারসাইট কমিটির সামনে হাজির হতে হল সিক্রেট সার্ভিস প্রধান কিম্বারলি চিয়েটলকে।
ডোনাল্ড ট্রাম্পের ওপরে হামলার কারণে মার্কিন কংগ্রেসের ওভারসাইট কমিটির সামনে হাজির হতে হল সিক্রেট সার্ভিস প্রধান কিম্বারলি চিয়েটলকে।কমিটিতে থাকা জেমি রাস্কিন এবং জেমস কোমর উভয় কিম্বারলির ওপর বিরক্তি প্রকাশ করেন। দু'জনেই দাবি করেন, সিক্রেট সার্ভিসের প্রধান থাকার যোগ্যতা হারিয়েছেন কিম্বালি। তবে কিম্বারলি পালটা দাবি করেন, বর্তমানে সিক্রেট সার্ভিসের প্রধান হিসেবে তিনিই সবচেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবেন। তবে ট্রাম্পের ওপর হামলার ঘটনায় পর্যাপ্ত তথ্য দিতে না পারায় কিম্বারলির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস সদস্যরা।

