আন্তর্জাতিক

‘খেসারত দিতে হবে’, করোনা পরিসংখ্যান নিয়ে কিমের বোনের কড়া বার্তা দক্ষিণ কোরিয়াকে।

‘খেসারত দিতে হবে’, করোনা পরিসংখ্যান নিয়ে কিমের বোনের কড়া বার্তা দক্ষিণ কোরিয়াকে।
Key Highlights

করোনা অতিমারীর প্রকোপে যখন গোটা বিশ্বেই সংক্রমণের আতঙ্ক পুরোমাত্রায়, তখনও নাকি উত্তর কোরিয়ায় কোনও সংক্রমণই নেই! কিম জং উন প্রশাসনের এমন দাবিতে সংশয় প্রকাশ করেছিলেন দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী। এবার তাঁকে হুঁশিয়ারি দিলেন কিমের বোন কিম ইয়ো জং। হুমকির সুরে বললেন, ‘এর মূল্য চোকাতে হবে।’ উত্তর কোরিয়ার করোনাশূন্য হওয়ার দাবি খারিজ করে দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী ক্যাং কুং হোয়া। তাঁর কথায়, ‘‘অতিমারীর সময়ে উত্তর কোরিয়া আরও বেশি উত্তর কোরিয়া হয়ে উঠেছে। অর্থাৎ আরও বেশি গোপনীয়তা অবলম্বন করছে। COVID-19 নিয়ে ওদের দাবি, সেখানে কোনও সংক্রমণ নেই। ওখানে করোনা নিয়ন্ত্রণের সব রকম প্রচেষ্টাই চোখে পড়ছে। অথচ ওরা জানাচ্ছে সংক্রমণ নাকি নেই।’’