KIFF 2025 | চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে নন্দনে চলবে ‘অরণ্যের দিনরাত্রি’, আর কী কী রয়েছে লিস্টে?

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে শনিবার সকাল ৯টায় নন্দন ১ এ থাকছে বিদেশি ছবি ‘দ্য ওয়াইল্ড বাঞ্চ’।
চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে শনিবার সকাল ৯টায় নন্দন ১ এ থাকছে বিদেশি ছবি ‘দ্য ওয়াইল্ড বাঞ্চ’, দুপুর ২টোয় দেখতে পারেন মরক্কোর সিনেমা ‘আফ্রিকা ব্লাঙ্কা’, সন্ধে সাতটায় সত্যজিৎ রায় পরিচালিত ‘অরণ্যের দিনরাত্রি’। নন্দন ২তে সকাল ১১টায় থাকছে রাজ খোসলার ‘বোম্বাই কা বাবু’, দুপুর দেড়টায় আঞ্চলিক ভাষার সিনেমা ‘কাংবো আলোতি’, সন্ধে ৬.৩০টায় ‘দেজা ভ্যু’র স্পেশাল স্ক্রিনিং। নন্দন ৩ এ বিকেল ৫টায় দুটো তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হেভেন’ এবং ‘হোয়ার ইজ মাই হোম’ দেখানো হবে।
