কলকাতায় 'অপহরণ' ট্যাক্সিতে, মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠতরাজ
Thursday, December 21 2023, 2:26 pm
Key Highlights খাস কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড। ট্য়াক্সিতে তুলে 'অপহরণ' করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীদল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তিলজলায়। ছিনতাইয়ের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, তিলজলার বাসিন্দা মহম্মদ নাদিম বাইকে করে যাচ্ছিলেন। সেইসময় তাঁর বাইকের পথ আটকায় একটি ট্যাক্সি। ধাক্কা মেরে চলন্ত বাইক থেকে নাদিমকে ফেলে দেয়। এরপরই ট্যাক্সি থেকে নেমে আসে ৩ জন। জোর করে মহম্মদ নাদিমকে ট্যাক্সিতে তুলে নেয়। তারপর চলন্ত ট্যাক্সির মধ্যে মাথায় বন্দুক ঠেকিয়ে লুট করে নগদ ২১ হাজার। টাকা লুট করার পর কসবার অ্যাক্রোপলিস মলের কাছে মহম্মদ নাদিমকে চলন্ত ট্যাক্সি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়।