কৃষক আন্দোলনে মদত দিচ্ছে খলিস্তানিরা!

Wednesday, January 13 2021, 4:35 am
কৃষক আন্দোলনে মদত দিচ্ছে খলিস্তানিরা!
highlightKey Highlights

এত দিন বিজেপির নেতা-মন্ত্রীরা বলছিলেন। এ বার কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল সুপ্রিম কোর্টে জানালেন, কৃষকদের আন্দোলনে খলিস্তানিরা ঢুকে পড়েছে। বেণুগোপাল জানান, এ বিষয়ে আইবি-র রিপোর্ট-সহ কেন্দ্র শীর্ষ আদালতে হলফনামা দেবে। সুপ্রিম কোর্টে কেন্দ্র এই দাবি করার পরেই বিরোধী শিবির থেকে কৃষক সংগঠনগুলি প্রশ্ন তুলেছে, কিসের ভিত্তিতে সরকার এই দাবি করছে? তথ্যের অধিকার আইনে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রশ্ন পাঠিয়েছেন আন্দোলনকারীরা। কৃষি আইন নিয়ে শুনানিতে কৃষি আইনের পক্ষে থাকা একটি কৃষক সংগঠনের হয়ে আইনজীবী পি এস নরসিংহ জানান, কিছু নিষিদ্ধ সংগঠন কৃষক আন্দোলনে মদত দিচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File