কেরলের ডেন্টাল কলেজের পড়ুয়াদের অভিনব উদ্যোগ! ক্যান্সার আক্রান্ত রোগীদের চুল দানের সিদ্ধান্ত।

Wednesday, February 24 2021, 8:39 am
highlightKey Highlights

ক্যান্সার রোগের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হলেও, রোগটার নাম শুনলে আজও মানুষ আঁতকে ওঠে। কেমোথেরাপি, রেডিয়েশনের মতো চিকিৎসা পদ্ধতি থাকলেও তার পার্শ্বপ্রতিক্রিয়া কষ্ট দায়ক। কেমোথেরাপি দিয়ে রোগ সারলেও সাময়িকভাবে চুল উঠে যাওয়া চিকিৎসা পদ্ধতির অঙ্গ। এমন রোগীদের পাশে দাঁড়ালেন কেরলের তিরুঅনন্তপুরম সরকারি ডেন্টাল কলেজ। সাত নভেম্বর ছিল জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস। এই দিনে এক অভিনব উদ্যোগ নিয়েছিলেন এই কলেজের পড়ুয়ারা। আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির ক্যান্সার রোগীদের সাহায্যার্থে চুল ও উইগ দানের সিদ্ধান্ত নিয়েছিলেন কলেজের ছাত্রছাত্রীরা। এখনও পর্যন্ত এই উদ্যোগে ২০০ জন এগিয়ে এসেছেন। কেমোথেরাপি চলছে এমন ২ জন রোগীকে উইগ দিয়েছেন তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File