Kerala | ভারতের প্রথম রাজ্য হিসেবে চরম দারিদ্রতা থেকে মুক্ত ‘গডস ওন কান্ট্রি’, ঘোষণা কেরলের মুখ্যমন্ত্রীর
Saturday, November 1 2025, 6:08 am
Key Highlightsদেশের প্রথম রাজ্য হিসেবে চরম দারিদ্র্যমুক্ত প্রথম ভারতীয় রাজ্য হল কেরালা।
শনিবার কেরলের ৬৯তম প্রতিষ্ঠা দিবস তথা ‘কিরাভি’। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এদিন বিধানসভাতে দাঁড়িয়ে বলেন, ”আজকের কেরালা পিরাভি ইতিহাসে একটি স্থান অধিকার করল। আমরা কেরলকে চরম দারিদ্র্যমুক্ত প্রথম ভারতীয় রাজ্যে পরিণত করতে সফল হয়েছি। এই বিধানসভা অনেক ঐতিহাসিক আইন এবং নীতি ঘোষণার সাক্ষী হয়েছে। আজ তা এখন এমন এক মুহূর্তের মুখোমুখি যা একটি ‘নব কেরালা’ গঠনের আরেকটি মাইলফলক রচনা করল।” দেশের প্রথম রাজ্য হিসেবে চরম দারিদ্র থেকে মুক্ত হল কেরালা।
- Related topics -
- দেশ
- কেরল
- কেরালা হাইকোর্ট
- দরিদ্র

