আগামী ৮ই মে থেকে ১৬ই মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল কেরল সরকার

Tuesday, May 11 2021, 8:28 am
highlightKey Highlights

যত দিন যাচ্ছে ততই দেশে বেড়ে চলেছে করোনা সংক্রমিতের সংখ্যা। সক্রিয় রোগী বৃদ্ধির জেরে অক্সিজেনের চাহিদা দ্বিগুণেরও বেশি বেড়েছে। মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে মহারাষ্ট্র এবং কর্নাটকের পরই সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে কেরলে। এ বিষয়ে সাহায্য চেয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিও পাঠিয়েছিলেন। কিন্তু বর্তমানের লাগামছাড়া পরিস্থিতির কারণে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে তিনি কেরলে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ট্যুইট করে জানিয়েছেন, আগামী ৮ই মে, শনিবার সকাল ৬টা থেকে ১৬ মে, রবিবার পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File