Kedarnath Helicopter Crash | পিতৃদিবসেই পিতৃহারা দুই সদ্যোজাত! কেদারনাথ হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু প্রাক্তন সেনাকর্মীর!

দুমাস আগেই যমজ সন্তানের বাবা হন তিনি। ক্যাপ্টেন চৌহানের স্ত্রীও একজন সেনাকর্মী।
রবিবার কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী ফেরার পথে ভেঙে পড়ে যাত্রীবাহী হেলিকপ্টার। মৃত্যু হয় ক্যাপ্টেন রাজবীর সিং চৌহান সহ ৫ যাত্রীর। জয়পুরের বাসিন্দা ক্যাপ্টেন চৌহান সেনা থেকে অবসর নেওয়ার পরে ২০২৪ সালে অক্টোবরে বেসরকারি সংস্থায় যোগ দিয়েছিলেন। আর দুমাস আগেই যমজ সন্তানের বাবা হন তিনি। ক্যাপ্টেন চৌহানের স্ত্রীও একজন সেনাকর্মী। সদ্যোজাতদের সঙ্গে সময় কাটাতে ছুটি নিয়েছিলেন ক্যাপ্টেন চৌহান। মাত্র ২০ দিন আগেই ছুটির শেষে কাজে যোগ দেন ৩৭ বছর বয়সি প্রাক্তন সেনাকর্মী।
- Related topics -
- দেশ
- ভারত
- কেদারনাথ
- বিমান দুর্ঘটনা
- ভারতীয় সেনা
- সেনাকর্মী