ক্যাটরিনা ব্যস্ত শ্রীরামে, টাইগার ৩-কে পাশ কাটালেন টক অফ দ্য টাউন
Tuesday, June 29 2021, 12:33 pm
Key Highlightsবলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন ক্যাটরিনা কাইফ। বর্তমানে তিনি সলমান খানের বিপরীতে টাইগার ৩-এর শ্যুটিং করছেন। এই ছবির শ্যুটিং শেষ হলেই পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গে কাজ করবেন টক অফ দ্য টাউন। টানা ৩০ দিন ধরে ৯০ মিনিট দৈর্ঘ্যের এই ছবির শ্যুটিং চলবে। এই খবর সামনে আসতেই খুশির হাওয়া তাঁর ভক্তকুলে। পাশাপাশি রোহিত শেট্টি পরিচালিত 'সূর্যবংশী' এবং শান খাতের ও সিদ্ধান্ত চতুর্বেদী-র পরিচালিত 'ফোনে ভুত'-এই ছবি দুটিতে দেখা যাবে এই নায়িকাকে।