Kashmiri Students | পড়ুয়াদের 'জঙ্গি' কটাক্ষ! ধারালো অস্ত্র নিয়ে হুমকি! পহেলগাঁও জঙ্গি হামলার পর রোষে আক্রান্ত কাশ্মীরিরা!
Thursday, April 24 2025, 11:29 am
Key Highlightsপহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 'বেছে বেছে' ২৮ হিন্দু পর্যটকদের খুন করার ঘটনার পর দেশজুড়ে আক্রান্ত কাশ্মীরিরা।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 'বেছে বেছে' ২৮ হিন্দু পর্যটকদের খুন করার ঘটনার পর দেশজুড়ে আক্রান্ত কাশ্মীরিরা। কোথাও কাশ্মীরি পড়ুয়াদের কলেজ ছেড়ে যাওয়ার নির্দেশ, কোথাও ভাড়াটে কাশ্মীরিদের চলে যাওয়ার নির্দেশ। উত্তরাখণ্ডের হিন্দু রক্ষা দলের বিরুদ্ধে অভিযোগ, কাশ্মীরি পড়ুয়াদের দরজায় দরজায় গিয়ে তারা হুমকি দিয়ে এসেছে। কাশ্মীরি পড়ুয়াদের ২৪ ঘণ্টার মধ্যে দেরাদুন ছাড়তেও বলা হয়েছে। অভিযোগ, ধারালো অস্ত্র নিয়ে মধ্যরাতে হস্টেলে ঢুকে কাশ্মীরি পড়ুয়াদের উপর হামলা হয়েছে চন্ডীগড়ে। কাশ্মীরি পড়ুয়াদের ‘জঙ্গি’ বলে কটাক্ষ করা হচ্ছে।
- Related topics -
- দেশ
- ভারত
- কাশ্মীর
- জম্মু-কাশ্মীর
- জঙ্গি
- জঙ্গি হামলা
- পহেলগাঁও জঙ্গি হামলা

