Pagelgam Attack | পহেলগাঁওয়ে নির্মম জঙ্গি হামলার ঘটনায় বনধের ডাক! স্বতঃস্ফূর্ত সাড়া দিলেন কাশ্মীরিরা, স্তব্ধ জনজীবন!

মঙ্গলবার পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় স্তব্ধ জম্মু কাশ্মীর। এই ঘটনার প্রতিবাদে বন্ধের ডাক দিয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স।
পুলওয়ামার পর এতো বড় সন্ত্রাসের ঘটনা ঘটেনি 'ভূস্বর্গ' উপত্যকায়। মঙ্গলবার পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় স্তব্ধ জম্মু কাশ্মীর। এই ঘটনার প্রতিবাদে বন্ধের ডাক দিয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স। বনধে সাড়া দিয়েছেন সেখানকার সাধারণ মানুষ। বন্ধ দোকানপাট। ফাঁকা রাস্তাঘাট। কাশ্মীরের সাধারণ মানুষদের বক্তব্য, ঘুরে দাঁড়ানোর যে লড়াই শুরু হয়েছিল তা থমকে গিয়েছে। এভাবে নিরীহ পর্যটকদের খুনের ঘটনা আতঙ্কের পরিবেশকে ফিরিয়ে আনছে।