Pahalgam Attack | চোখের সামনে জঙ্গির গুলিতে ঝাঁঝরা! নিহত সমীরের বিধ্বস্ত স্ত্রী-মেয়েকে আগলে বাড়ি নিয়ে যান কাশ্মীরি গাড়িচালক ইকবাল!
Wednesday, April 23 2025, 11:14 am

অন্য কারও উপর ভরসা না করে শবরী ও শুভাঙ্গীকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসেন সমীরদের ভাড়া করা কাশ্মীরি গাড়ি চালক ইকবাল।
স্ত্রী ও কন্যাকে নিয়ে কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘুরতে গিয়েছিলেন কলকাতার বেহালার জগৎ চৌধুরী রোডের বাসিন্দা সমীর গুহ। কিন্তু মেয়ে ও স্ত্রীর সামনে সমীরকে গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। এই ঘটনার ভয়বহতা শবরী ও শুভাঙ্গীকে বিধ্বস্ত করে দিয়েছিল মুহূর্তে। তবে কোনও শারীরিক ক্ষতি হয়নি সমীরের স্ত্রী ও কন্যার। অন্য কারও উপর ভরসা না করে শবরী ও শুভাঙ্গীকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসেন সমীরদের ভাড়া করা কাশ্মীরি গাড়ি চালক ইকবাল। এমনকি ইকবালই শবরীর ভাইকে ফোনা করে এই ভয়াবহ খবর জানান, পরিবারের সঙ্গে কথা বলান।