Balochistan | প্রথম হিন্দু মহিলা হিসাবে বালোচিস্তানে নজির গড়লেন কশিশ চৌধুরী! কাজ করবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে!
Wednesday, May 14 2025, 7:50 am

মাত্র ২৫ বছর বয়সে প্রথম হিন্দু মহিলা হিসাবে নজির গড়লেন বালোচিস্তানের কশিশ চৌধুরী। সংখ্যালঘু হিন্দু হিসাবে বালোচিস্তানের পাবলিক সার্ভিস কমিশনে পাশ করলেন তিনি।
মাত্র ২৫ বছর বয়সে প্রথম হিন্দু মহিলা হিসাবে নজির গড়লেন বালোচিস্তানের কশিশ চৌধুরী। সংখ্যালঘু হিন্দু হিসাবে বালোচিস্তানের পাবলিক সার্ভিস কমিশনে পাশ করলেন তিনি। ফলে বালোচিস্তানের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে কাজ করবেন কশিশ। প্রসঙ্গত, কশিশের ছোট থেকেই লক্ষ্য ছিল বালোচিস্তানের মহিলা এবং প্রান্তিক মানুষের জন্য কাজ করবেন। সেই লক্ষ্যেই চাগাই জেলার নোশকি শহরের কশিশ প্রস্তুতি নেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য। কশিশের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- বালোচিস্তান