Kasba Law College | বহিষ্কার ৩জন, ঢোকা যাবে না দুপুর ২টোর পর! ধর্ষণ-কাণ্ডের পর একাধিক সিদ্ধান্ত কসবার ল কলেজের!
Tuesday, July 1 2025, 11:47 am
Key Highlightsএদিন কলেজের পরিচালন কমিটির বেঠক হয়। তাতে সিদ্ধান্ত নেওয়া হয়, দুপুর ২টোর পর কলেজে কেউ ঢুকতে পারবেন না
কসবা ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে বহিষ্কার করলো দক্ষিণ কলকাতার আইন কলেজ। পাশাপাশি কলেজ থেকে বহিষ্কার করা হয় আরও দুই অভিযুক্ত প্রমিত এবং জায়েবকেও। এদিন কলেজের পরিচালন কমিটির বেঠক হয়। তাতে সিদ্ধান্ত নেওয়া হয়, দুপুর ২টোর পর কলেজে কেউ ঢুকতে পারবেন না। আই কার্ড দেখিয়ে ঢুকতে হবে কলেজে। পরিচালন কমিটির প্রধান অশোক দেব বলেন, ”নির্যাতিতার পরিবার যদি চায়, মেডিক্যাল ট্রিটমেন্টে সাহায্য করবে কলেজ। যেহেতু ফর্ম ফিল আপ চলছে, ক্লাস না হলেও অফিশিয়াল কাজকর্ম চলবে।”
- Related topics -
- শহর কলকাতা
- কসবা
- ক্রাইম
- ধর্ষণ

