RG Kar Case | সুপ্রিম কোর্টে 'তিলোত্তমা'র হয়ে লড়বেন করুণা নন্দী! গ্রোভারের ভূমিকায় অসন্তুষ্ট 'তিলোত্তমা'র মা-বাবা
Thursday, December 12 2024, 8:45 am
Key Highlights
সুপ্রিম কোর্টে আরজিকর মামলায় 'তিলোত্তমা'র হয়ে লড়বেন করুণা নন্দী। এমনকি শিয়ালদহ আদালতেও নতুন আইনজীবীর টিম তৈরি করা হয়েছে।
সুপ্রিম কোর্টে আরজিকর মামলায় 'তিলোত্তমা'র হয়ে লড়বেন করুণা নন্দী। এমনকি শিয়ালদহ আদালতেও নতুন আইনজীবীর টিম তৈরি করা হয়েছে। কলকাতা হাইকোর্টেও অন্য কাউকে সওয়াল করতে দেখা যাবে। জানা গিয়েছে, বৃন্দা গ্রোভারের ভূমিকায় সন্তুষ্ট ছিলেন না 'তিলোত্তমা'র বাবা মা। শীর্ষ আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেছিলেন, তদন্ত সংক্রান্ত সব তথ্য CBI জানাচ্ছে 'তিলোত্তমা'র পরিবারকে। কিন্তু নির্যাতিতা তরুণীর বাবা মায়ের অভিযোগ, সেই সংক্রান্ত কোনও তথ্য তাঁরা পাচ্ছেন না। আর এই বিষয়টি প্রকাশ্যে আনছেন না বৃন্দা গ্রোভার।
- Related topics -
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- আইনজীবী
- শহর কলকাতা
- ক্রাইম
- খুন
- ধর্ষণ