Karun Nair | ইংল্যান্ড সফরে ফিরছেন করুন নায়ার, ৯ বছর পর জাতীয় দলের জার্সি গায়ে দেবেন তিনি!

Friday, May 16 2025, 5:26 pm
highlightKey Highlights

১৬ সদস্যের ভারতের A দল ঘোষণা করল BCCI। সুযোগ পেয়েছেন করুণ নায়ার।


ইংল্যান্ড সফরের জন্যে ভারতের ১৬ সদস্যের A দল ঘোষণা করেছে BCCI। দলে সুযোগ পেয়েছেন নীতীশ রেড্ডি, শার্দূল ঠাকুর সহ একাধিক নতুন তারকা। বাংলার থেকে খেলছেন অভিমন্যু ঈশ্বরন, মুকেশ কুমার, আকাশ দীপ ইত্যাদি উল্লেখযোগ্য খেলোয়াড়রা। দলের অধিনায়ক হচ্ছেন অভিমন্যু ঈশ্বরন। এবার প্রায় ৭ বছর পর জাতীয় দলে খেলতে চলেছেন করুণ নায়ার। ২০১৭ পর জাতীয় দলের জার্সি গায়ে চাপাচ্ছেন তিনি। তাঁর কাম ব্যাকের দিকে তাকিয়ে থাকবেন ক্রীড়াপ্রেমীরা। উল্লেখ্য, সিরিজের আগে মোট তিনটে টেস্ট খেলা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File