দেশ

Rain In India | বৃষ্টিতে বানভাসি কর্নাটক-সিকিম-মহারাষ্ট্র-অসম, অসমে মৃত ১০!

Rain In India | বৃষ্টিতে বানভাসি কর্নাটক-সিকিম-মহারাষ্ট্র-অসম, অসমে মৃত ১০!
Key Highlights

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কর্নাটক, সিকিম এবং মহারাষ্ট্র-সহ দেশের একাধিক রাজ্য। ব্যাহত জনজীবন। বন্যায় ভাসছে অসমের বিস্তীর্ণ এলাকা।

কেরলে বর্ষার আগমন ঘটতেই প্রবল বৃষ্টিতে ভাসছে দেশ। টানা বৃষ্টি এবং ভূমিধসে বিধ্বস্ত কর্নাটকের বিস্তীর্ণ এলাকা। কর্নাটকে মৃত্যু হয়েছে ৫ জনের। বেহাল দশা উত্তর সিকিমের। বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা নদী। বৃষ্টির তোড়ে ভেসে গিয়েছে অসমের ৬টি জেলা। মৃত্যু হয়েছে ১০ জনের। গত সোমবার থেকে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই। ব্যাহত বিমান এবং গণ পরিবহন ব্যবস্থা। ভূমিধসে বিধস্ত উত্তর পূর্ব ভারতের মণিপুর, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ। মিজোরামে ৫টি হোটেল ধসে বেশ কিছু পর্যটকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।