Karnataka | ঘৃণাভাষণ করলেই হবে ১০ বছরের কারাদণ্ড! বিধানসভায় বিল পাশ কর্ণাটক সরকারের
Saturday, December 20 2025, 4:32 am
Key Highlightsবিধানপরিষদে বিলটি পেশ হলে সেখানে বিরোধীদের আপত্তি উড়িয়ে তা পাশ হয়ে যায়। এবার রাজ্যপালের অনুমোদন মিললেই আইনে পরিণত হবে বিলটি।
গত ৪ ডিসেম্বর ঘৃণাভাষণ ও ঘৃণাপরাধ (প্রতিরোধ) বিলকে মন্ত্রিসভায় অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। শুক্রবার বিরোধীদের আপত্তি সত্ত্বেও বিধানসভায় বিল পাশ হয়েছে। এই বিল অনুযায়ী রাজ্যে অশান্তি ছড়াতে কেউ ঘৃণাভাষণ দিলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। বিরোধী বিধায়কের অভিযোগ, ”এই বিল আসলে মতপ্রকাশের স্বাধীনতা হরণ। সরকার বিরোধীদের সমালোচনা সহ্য করতে না পেরেই এই ধরনের বিল আনছে। ব্যাপকভাবে এই আইনের অপব্যবহার করবে কংগ্রেস সরকার।”
- Related topics -
- দেশ
- বিধানসভা ভবন
- কর্ণাটক হাইকোর্ট
- কর্ণাটক
- কংগ্রেস

