India-Pakistan War | বায়ু, স্থল, জল-ভারতের ত্রিফলা আক্রমণে ধ্বংসের পথে করাচি সমুদ্র বন্দর!

বায়ু, স্থল, জল: পাকিস্তানে ত্রিফলা আক্রমণ ভারতের। কার্যত ধ্বংস করাচি সমুদ্র বন্দর।
বায়ু, স্থল, জল: পাকিস্তানে ত্রিফলা আক্রমণ ভারতের। কার্যত ধ্বংস করাচি সমুদ্র বন্দর। সূত্রে খবর, করাচি বন্দরে ধ্বংসযজ্ঞ শুরু করেছে আরব সাগরে মোতায়েন INS বিক্রান্ত। যার ফলে করাচি বন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতি শুরু হয়েছে। জানা গিয়েছে, নৌসেনার আক্রমণের ফলে করাচি বন্দর সহ শহরের বিভিন্ন জায়গায় আগুন লেগে গিয়েছে। শুধু করাচি নয়, ওরমারা বন্দরেও INS বিক্রান্ত থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে খবর। উল্লেখ্য, পাক নৌসেনার বহু সিনিয়র অফিসারদের সদর দপ্তর, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন রয়েছে এই দুই বন্দরে।