Booker Prize | বিশ্ব সাহিত্যে ভারতের জয়জয়কার, ‘বুকার প্রাইজ’ জিতলেন কন্নড় লেখিকা বানু মুস্তাক!

Wednesday, May 21 2025, 6:14 am
Booker Prize | বিশ্ব সাহিত্যে ভারতের জয়জয়কার, ‘বুকার প্রাইজ’ জিতলেন কন্নড় লেখিকা বানু মুস্তাক!
highlightKey Highlights

আন্তর্জাতিক সাহিত্য মহলের অন্যতম নামী পুরস্কার ‘বুকার প্রাইজ’ জিতলেন কন্নড় লেখিকা বানু মুস্তাক৷


আন্তর্জাতিক মঞ্চে আঞ্চলিক ভাষার জয়জয়কার। ছোট গল্পের সংকলন 'হার্ট ল্যাম্প' বইয়ের জন্য সন্মাননীয় ‘বুকার প্রাইজ’ জিতলেন কন্নড় লেখিকা বানু মুস্তাক। বইটিতে মূলত দক্ষিণ ভারতের মহিলাদের জীবনযুদ্ধ ও দৈনন্দিন সংগ্রাম নিয়ে মোট ১২টি ছোটগল্প সংকলিত আছে। এই প্রথম কোনো ছোটগল্পের সংকলন বুকার প্রাইজ পেলো। এই বইয়ের ইংরেজি সংস্করণের জন্য পুরস্কৃত হলেন অনুবাদক দীপা ভাসতিও। লন্ডনের টাটা মডার্ন মিউজিয়ামে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। পুরস্কারমূল্য ৫০ হাজার পাউন্ড (৫৭ লক্ষ ৪৬ হাজার টাকা)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File