কোভিড অনুদান চেয়ে তারকাদের পোস্টকে ঘিরে বির্তকিত মন্তব্য বলিউড কুইন কঙ্গনা রানাউতের
Thursday, May 20 2021, 12:46 pm
Key Highlightsসম্প্রতি করোনার কোপ থেকে মুক্তি পেলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। গত মঙ্গলবারই তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। সুস্থ হয়েই আবার ফুল ফর্মে ফেরত এসেছেন কুইন। এবার তিনি কড়া আক্রমণ করলেন কোভিড সাহায্যে ফ্যানদের কাছে অনুদান চেয়েছে যেসব তারকা তাদের ওপর। তিনি সেই সকল তারকাদের উদ্দেশ্যে মন্তব্য করলেন,'নিজে বড়লোক হয়ে গরীবদের থেকে দয়া করে ভিক্ষা চাইবেন না'। এছাড়াও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এই অতিমারিতে তাঁর ব্যক্তিগত অনুভূতি গুলি।
- Related topics -
- বিনোদন
- বলিউড
- অভিনেত্রী
- কঙ্কনা রানাউত
- কোভিড ১৯

