Kamal Hasan | আদালতে ভর্ৎসনার পর আরও বিপাকে কমল হাসান, 'কন্নড়কে ছোট করতে চাইনি' লিখলেন চিঠি!
Tuesday, June 3 2025, 1:37 pm
Key Highlightsকর্নাটকা ফিল্ম চেম্বার অফ কর্মাসের সভাপতি নরসিংহালুকে চিঠি দিয়ে দক্ষিণী মেগাস্টার লেখেন, “আমি শুধু এটুকুই বোঝাতে চেয়েছিলাম যে, আমরা সকলে এক পরিবারের সদস্য এবং কোনওভাবেই কন্নড়কে ছোট করতে চাইনি।”
কন্নড় ভাষার উৎস নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করে বিপাকে কমল হাসান। বিতর্কিত মন্তব্যের পরই ‘ঠাগ লাইফ’ সিনেমাকে কর্নাটকা ফিল্ম চেম্বার অফ কর্মাসের তরফে নিষিদ্ধ ঘোষণা করায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। কিন্তু সেখানেও বিচারপতির ভর্ৎসনার শিকার হন অভিনেতা। এই আবহ কর্নাটকা ফিল্ম চেম্বার অফ কর্মাসের সভাপতি নরসিংহালুকে চিঠি দিয়ে দক্ষিণী মেগাস্টার লেখেন, “আমি শুধু এটুকুই বোঝাতে চেয়েছিলাম যে, আমরা সকলে এক পরিবারের সদস্য এবং কোনওভাবেই কন্নড়কে ছোট করতে চাইনি।”

