Kamal Haasan | রাজনীতিতে পদোন্নতি কমল হাসানের! রাজ্যসভার সাংসদ হতে চলেছেন অভিনেতা তথা মক্কাল নিধি মাইয়ম দলের প্রধান!
Wednesday, May 28 2025, 8:08 am
Key Highlightsরাজ্যসভার সাংসদ হতে চলেছেন অভিনেতা তথা মক্কাল নিধি মাইয়ম দলের প্রধান কমল হাসান।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও দাপট কমল হাসানের। এবার রাজ্যসভার সাংসদ হতে চলেছেন অভিনেতা তথা মক্কাল নিধি মাইয়ম দলের প্রধান কমল হাসান। তামিলনাড়ুর শাসক দল ডিএমকের সঙ্গে চুক্তি অনুযায়ীই সংসদে যেতে চলেছেন কমল হাসান। প্রসঙ্গত, ২০১৮ সালে রাজনীতিতে পা রাখেন কমল হাসান। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ডিএমকে জোটে যোগ দেন তিনি। সেই সময় কমল হাসান শর্ত দিয়েছিলেন যে হয় তিনি লোকসভা নির্বাচনে লড়বেন, নাহলে রাজ্যসভায় আসন নেবেন। সেই শর্ত অনুযায়ীই সংসদে যেতে চলেছেন কমল হাসান।

