রাজ্যবছরের শেষেই সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে কল্যাণী এইমস, চালু হয়ে গেল বহির্বিভাগ
চালু হয়ে গেল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স কল্যাণীর সীমিত বহির্বিভাগ পরিষেবা। গতকাল, বুধবার এইমস নিয়ম, কল্যাণীর এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিংহ আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা করেন। এই রাজ্যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স কোথায় স্থাপন করা হবে এই নিয়ে কিন্তু কম আলোচনা ও বিতর্ক হয়নি। ২০১৪ সালে এই রাজ্যে প্রথম এইমস স্থাপনের কথা ঘোষণা করা হয় ৷ পরিকল্পনা রূপায়ণের প্রাথমিক কাজ শুরু হয় ২০১৫ সাল থেকে। অনেকেই চেয়েছিলেন দক্ষিণবঙ্গের পরিবর্তে উত্তরবঙ্গে এইমস তৈরি করা হোক, কিন্তু শেষ পর্যন্ত নদীয়ার কল্যাণীতে এই রাজ্যের প্রথম এইমস তৈরির সিদ্ধান্ত হয়।
Related topics - - রাজ্য
- কল্যাণী
- এইমস